জীবননগর ব্যুরো: পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন পিকেএসএফের একটি প্রতিনিধি দলের সাথে জীবননগর উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দর মতবিনিমসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। গতকাল বুধবার বিকেলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিমসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের সেক্টর কো-অর্ডিনেটর সরদার আরিফ উদ্দিন।
জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানে লোকমোর্চা পরিচালিত কার্যক্রম জানার আগ্রহ প্রকাশ করে বক্তব্য রাখেন পিকেএসএফের সেক্টর কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন, ম্যানেজার রায়হান মোস্তাক, ম্যানেজার তানজিনা নূর জিনিয়া, সহকারী প্রকল্প সমন্বয়কারী ফাইজুল তারেক, মাকসুদ আলম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মশিউর রহমান, জাহিদুল ইসলাম ও ডেপুটি ম্যানেজার ফরহাদুজ্জামান। লোকমোর্চার পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ওয়েভ ফাউ-েশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, উপ-পরিচালক আব্দুস শুকুর, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. বিল্লাল হোসেন, অ্যাড. হানিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, নারী নেত্রী সাজেদা আক্তার, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার আজিজুর রহমান ও শওকত আলী। ওয়েভের আব্দুল আলিম সজলের সঞ্চালনায় সভায় দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার খলিলুর রহমানসহ লোকমোর্চার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগরে লোকমোর্চার সদস্যদের সাথে পিকেএসএফের মতবিনিময়সভা
