চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে রেকর্ডরুম না থাকা থাকায় অফিসের মেঝেতে নষ্ট হচ্ছে সকল ডকুমেন্টস

স্টাফ রিপোর্টার: বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের ইঞ্জিয়ারিং সহকারী পরিচালক আতিয়ার রহমানের কক্ষটি অফিস নাকি গোডাউন। গতকাল সোমবার বেলা ১১টার সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের সকল কাগজ ও ফাইলপত্র অফিসের মেঝেতে সাজানো রয়েছে। মেঝে রসে নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার সরকারি বেসরকারি ডকুমেন্টস। এ ব্যাপারে বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান বলেন, সরকার বিআরটিএ বিভাগ থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। গত ২০১৭-১৮ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলায় রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি টাকা। এ জেলায় বিআরটিএ অফিসে কোনো রেকর্ডরুম না থাকায় নিরাপত্তার জন্য সরকারের ও মটরযান মালিকদের মূল্যবান কাগজপত্র ফাইল আমার রুমের মধ্যে মেঝের ওপর সংরক্ষন করা হচ্ছে। বর্ষার সময় মেঝে রসে অনেক ফাইল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে অনেক মূল্যবান ডকুমেন্টস। এ অবস্থায় বিআরটিএ’র কাগজপত্র ফাইল সংরক্ষণের জন্য একটি রেকর্ডরুম বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।