চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় এক চোরকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেলিম মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে। রায়ের পর তাকে কারাগারে নেয়া হয়।
মামলার বিবরণসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গার দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিম মিয়াকে আটক করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদস্যরা। এ সময় আসামি সেলিমের স্যান্ডেলের সোলের ভেতর থেকে দুটি বড় ও ৮টি ছোটসহ মোট ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ৬৪৮ গ্রাম। স্বর্ণে বাজার মূল্য ধরা হয় ৬৩ লাখ ৫৭ হাজার ৬শ’ টাকা। ওইদিন চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ নভেম্বর সেলিমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম রায় ঘোষণা করেন।