চুয়াডাঙ্গায় লাভলী চানাচুরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটায় মেসার্স লাভলী চানাচুর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা সেনিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও নায়েক মিরাজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাতিকাটা গ্রামে অবস্থিত মেসার্স লাভলী চানাচুর ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় চানাচুরের মোড়ক যথাযথ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ম্যানেজার আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করা হয়।