মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ-১৭) বঙ্গবন্ধু ফুটবলে উপজেলা পর্য়ায়ে বাগোয়ান ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে দারিয়াপুর ফুটবল খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে বাগোয়ান ইউনিয়ন একাদশ ৩-২ গোলে দারিয়াপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ম্যাধমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কু-, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলজাজ আব্দুর রশিদ, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, আলহাজ আমাম হোসেন মিলু, তৈফিকুবারী বকুল, মফিজুর রহমান মফিজ প্রমুখ। খেলায় ম্যান অব দি ম্যাচ সাকিব আল হাসান, শ্রেষ্ঠ গোল দাতা পিায়াস ও ম্যান অব দি টুর্নামেন্ট আশিক নির্বাচিত হয়।