সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য যুগিরহুদা গ্রামের মৃত আব্দুল ম-লের ছেলে ফকির মোহাম্মদ ফেলা (৭০) ইন্তেকাল করেছেন। গত বুধবার দিনগত রাত ২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে যুগিরহুদা গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে তার পরিবার জমিদান করায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিলো। তার মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।