আলমডাঙ্গা ব্যুরো: আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার সময় মাথাঘুরে পাখিভ্যান থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে আলমডাঙ্গা চরপাড়ার জহুরা খাতুন নামের এক বৃদ্ধার।
পরিবারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের খলিল উদ্দীনের স্ত্রী ৫ সন্তানের জননী জহুরা খাতুন (৬২)। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পাখিভ্যানে হাজরাহাটি আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নীলমণিগঞ্জ এলাকায় পৌঁঁছুলে তিনি মাথাঘুরে ভ্যান থেকে সড়কের ওপর পড়ে যান। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।