আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার তালুককররায় সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইএফএমসি) প্রকল্পের কৃষক মাঠস্কুলের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। এ মাঠদিবস উপলক্ষে আইএফএমসি ক্লাবের বিভিন্ন বুথ পরিদর্শন, নাটিকা পরিবেশন, আইএফএমসি’র সদস্য কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার-সনদপত্র বিতরণ ও সম্মানী প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ওই মাঠদিবসের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইএফএমসি) প্রকল্পের কৃষক মাঠস্কুলের মাঠদিবসে মোট ৫টি প্রদর্শণী বুথ করা হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান ওই বুথগুলি পরিদর্শণ করেন। বুথ ৫টি হলো আইএফএম বুথ, বসতবাড়ির বাগান ও পুষ্টি বুথ, হাঁস-মুরগি পালন বুথ ও গরু পালন বুথ। মাঠদিবসে তালুককররা গ্রামের ৩৪ সপ্তা’র সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী আইএফএমসি ক্লাবের ৫০ কৃষক-কৃষাণি ছাড়াও গ্রামের বহু কৃষক উপস্থিত ছিলেন। এ মাঠদিবসে আইএফএমসি ক্লাবের সদস্যরা কিভাবে তাদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্ত্বভোগী ফড়িয়াদের কবল থেকে মুক্ত হয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন সে বিষয়ে একটি নাটক প্রদর্শিত হয়। শেষে আনুষ্ঠানিকভাবে আইএফএমসির প্রশিক্ষিত কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র, পুরষ্কার ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
গ্রামের বিশিষ্ট কৃষক নূরুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা আসহাব উল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবিএম মোমিন অর রশিদ, বুলবুল আহমেদ, ফার্মার সহায়তাকারী সাইদুর রহমান, আসাদুল হক, মুক্তিযোদ্ধা আজিজুল হক মেম্বার, আব্দুল হামিদ, আব্দুল লতিফ বিশ্বাস।
উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল আলমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ঝন্টু, সাহাবুল ইসলাম, আব্বাস আলী, হালিমা খাতুন, হাসিনা খাতুন, স্বাধীনা খাতুন, মাসুদ রানা, মোশারফ হোসেন, পিন্টু রহমান, মাহফুজুর রহমান, সানজিদা খাতুন, ফাহিমা খাতুন, শিল্পী খাতুন, জেসমিন আক্তার, কলিম উদ্দীন, মেডুল, ঝান্টুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।