জীবননগর থানার ওসি মাহমুদুর রহমানের তিন মাসের ব্রিফিং

ইয়াবা মদ ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩২৭
জীবননগর ব্যুরো: জীবননগর থানায় যোগদানের তিন মাসে অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান থানার অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সফলতা লাভ করেছেন। পুলিশের ব্যাপক তৎপরতার মুখে গত তিনমাসে এ উপজেলায় ঘটেনি কোনো সড়ক কিংবা অন্যান্য ডাকাতির মতো ঘটনা। পুলিশের অভিযানের মুখে ভিত হয়ে পড়েছে মাদক ব্যবসায়ী ও সেবকসহ অন্যান্য অপরাধীরা। গত তিন মাসের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মদ, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় রেকর্ড সংখ্যক মামলা দায়েরসহ আসামি গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় থানা ইনচার্জের অফিস কক্ষে মতবিনিময়কালে ওসি পুলিশের সফলতার এ ধারাবাহিকতা ধরে রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
ব্রিফিংকালে ওসি জানান, গত ২৫ এপ্রিল এ থানায় যোগদানের পর তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণাসহ অপরাধ দমনের উদ্যোগ গ্রহণ করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে থানার অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে গত তিন মাসে তিনি ২ হাজার ৭৬০ বোতল ফেনসিডিল, ১ হাজার ২৯৩ পিস ইয়াবা, ৩ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৩০ লিটার মদ ও ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন। এ সময় মাদক মামলায় ৮২ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ৬৪টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও জিআর মামলায় ৯৪ জন, সিআর মামলায় ১১২ জন, সাজাপ্রাপ্ত ৩জন, মোবাইল কোর্টে ৬ জন ও বিভিন্ন মামলায় ১১২ জনসহ ৩১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় কালে মোটরসাইকেলসহ যানবাহন চেকিং করে কাগজপত্র না থাকায় ৭৬টি মামলা দায়ের করা হয়েছে। ব্রিফিংকালে ওসি সাংবাদিকদের জানান, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, পুলিশের হাতে গোনা কিছু সদস্য ব্যক্তি সুবিধা লুটার চেষ্টা করছে বলে আমি শুনেছি। তাদেরকে এ পথ পরিহার করে জনগণের সেবা প্রদানের পরামর্শ প্রদান করা হচ্ছে। যারা তা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
ব্রিফিঙে পুলিশের ভালো কাজে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, সাংবাদিক সালাউদ্দীন কাজল, ফয়সাল মাহতাব মানিক, অ্যাড. আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ ও বশির উদ্দিন প্রমুখ।