জীবননগর রায়পুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্যের ওপর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহায়তায় রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা হেলেনা আক্তার নিপা, রায়পুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। ফ্রি এ চিকিৎসা ক্যাম্প হতে ১৯১ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওধুষ গ্রহণ করেন। ডা. রফিকুল ইসলাম ও ডা. হেলেনা আক্তার নিপা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।