দু’ছাত্রীসহ এক ছাত্রকে চড় থাপ্পড় : বড়ভাই সেজে মোবাইলফোন ছিনতাই
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসি খামারের ভেতর ঘুরতে বের হয়ে দশম শ্রেণির দু’ছাত্রী ও বহিরাগত একছাত্র কয়েক বখাটের রোষানলে পড়ে দুটি মোবাইলফোন সেটসহ নগদ কিছু টাকা হারিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে অবশ্য চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ বহিরাগত স্কুলছাত্রকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখে। বখাটেদের মধে তন্ময় নামের একজন ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও সাতগাড়ির মামুন নামের একজন পরবর্তীতে দরকষাকষি শুরু করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরে উল্লেখযোগ্য তেমন বিনোদনকেন্দ্র না থাকায় বিকেলে অনেকেই বিএডিসি খামারের ভেতরের রাস্তায় হাটেন। সন্ধ্যা হতে না হতেই এদের অনেকেরই বখাটেদের রোষানলে পড়তে হয়। নবদম্পতি ঘুরতে গেলেও তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তুলে অর্থ হাতিয়ে নেয়ার অপতৎপরতায় মেতে ওঠে চিহ্নিত বখাটেরা। গতকাল সন্ধ্যায় দু’ছাত্রীদের পরিচিত এক ছাত্রকে সাথে নিয়ে খামারের মধ্যে ঘুরতে গেলে কয়েক যুবক তাদের নামধাম জানতে গিয়ে চড় থাপ্পড়ই শুধু মারেনি, মোবাইলফোনসহ নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। তন্ময় নামের যুবক তার কয়েক সহযোগীদের সাথে নিয়ে এ অপকর্ম শেষ করে সরে পড়তেই সাতগাড়ির মামুন তার কয়েক সহযোগী নিয়ে সেখানে হাজির হয়ে তাদের আটকে দরকষাকষি শুরু করে। এরই মাঝে শহর ফাঁড়ি পুলিশ পৌঁছে দশম শ্রেণির ছাত্রকে উদ্ধার করলেও তার হাতে পরিয়ে রাখা হয় হাতকড়া।