মেহেরপুরে মাদক মামলায় দু’মাদকব্যবসায়ীর ৫ বছর জেল

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় দু’মাদকব্যবসায়ীর ৫ বছর করে জেল এবং ৫ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম শহরের বেড়পাড়ার কাজি মোসলেম উদ্দিনের ছেলে ও শেরেগুল একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই জালালউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকব্যবসায়ী জাহিদুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ১৯০ পুরিয়া হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। ওই দিনই মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট পেশ করেন। মামলায় মোট ৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন সহকারী পিপি অ্যাড. এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষের কৌশুলী ছিলেন আ্যড. মিয়াজন আলী।