মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ হলরুমে বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), মুজিবনগর মেজবাহ উদ্দীন।
এ সময় ১টি শিক্ষা প্রতিষ্ঠান ও বাগোয়ান ইউপি তথ্য কেন্দ্রে ১টি করে দুটি কম্পিউটার সেট প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব হোসেন, কাজী কমর উদ্দীন, আনোয়ারুল ইসলাম, রহিত মণ্ডল, মি. দিলিপ মল্লিক ও মি. শংকর বিশ্বাস প্রমুখ।