কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মনজুমা খাতুন (৫৪) নামের এক নারী নিহত, ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মনজুমা খাতুন নিহত হন। নিহত মনজুমা রঘুনাথপুর গ্রামের বসির উল্লাহর স্ত্রী। অপরদিকে, মঙ্গলবার দুপুর ১২ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে যশোর-চুয়াডাঙ্গা সড়কে আরও একটি দুঘটনা ঘটে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যশোরগামী শাপলা পরিবহন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এ সময় ১৫ জন আহত হয় । আহতরা হলেন রাজু (২৫), আসমা (২৫), অরবন্দিু (৩৫), মোর্শেদ (৩০), কামনা রানী (২৫), কার্ত্তিক (৩০), অংকনসহ (২৫)সহ ১৫ জন। কালীগঞ্জ ও কোটচাঁদপুর ফায়ারসার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।