দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার চার থানার অফিসার ইনচার্জদের মধ্যে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত রোববার চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তার নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আহসান হাবিব (পিপিএম), ৪ থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলার ৩২টি পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ। এ ছাড়া সাব-ইন্সপেক্টরদের মধ্যে ৪ থানার মধ্যে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান এবং সহকারী সাব-ইন্সপেক্টরদের মধ্যে একই থানার এএসআই মহিউদ্দীনকে জেলার শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন। পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) পুরস্কার হিসেবে সকলের হাতেই ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার। কাজের ধারাবাহিকতা অক্ষণœ রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ এলাকার সচেতনমহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩৪৩ বোতল ফেনসিডিল এবং ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করেন। এছাড়া ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার প্রায় ৩শতাধিক আসামি গ্রেফতার করে জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।