মেয়ের মুখে বিষের গন্ধ পেয়ে ভাংলো বাবার ভুল

কোমলপানীয়র বোতলে বিষ রেখে বিপত্তি : শিশু তাছলিমা হাসপাতালে

স্টাফ রিপোর্টার: ঘাষ মারা বিষ কোমল পানীয়র বোতলে রাখায় মরতে বসেছে শিশু তাছলিমা (১১)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
গতকাল সোমবার দুপুরের ভাত খাওয়ার পর ঘরের টেবিলে রাখা কোমলপানীয়র বোতলে রাখা ঘাষমারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তাছলিমা জীবননগর উপজেলার উথলী মোল্লাপাড়ার শহিদুল হকের মেয়ে। সে উথলী আইডিয়াল বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, তাছলিমা গতকাল সোমবার দুপুরে বাড়ি ফিরে খাবার খায়। ভাত খাওয়ার পর টেবিলে যখন দেখে কোমলপানীয়র বোতল। বাবা কোমল পানীয়র বোতলে যে বিষ এনে রেখেছে তা বুঝেছে এক ঢোক খেয়ে। মেয়ে কোমলপানীয় ভেবে বিষ খেয়েছে শুনে পিতা দিশেহারা হয়ে পড়েন। তখন তার ভুল ভাংলে। মেয়ের সুস্থতা নিয়ে ছুটতে থাকেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন তাছলিমা সম্পর্কে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলন বলেছেন, বিষপানের পরিমাণ কম হওয়ায় ওর শারীরিক অবস্থা উন্নতির দিকে। মূলত ঝুঁকিমুক্তই বলা যায়।