কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে গতকাল সোমবার ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরাম্বিতকরণ (এভিপিআই)’ প্রকল্পের অধীনে মহিলা কৃষাণীদের জন্য সবজি ও ফল বাজারজাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ শেখ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ খামার বাড়ির উপ-পরিচালক জিএম আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপক (এভিপিআই) সৈয়দ আফজাল হোসেন, জেন্ডার স্পেসালিস্ট (এভিপিআই) মাহমুদা আক্তার খাঁন, জেলা বিপনন কর্মকর্তা মারুফ হোসেন খাঁন, এফই/এভিপিআই (আইএফডিসি) মীর আব্দুল মান্নান, এফই/এভিপিআই (আইএফডিসি) শরিফুল আলম মনি এবং এনজিও চেষ্টার মো. সাজ্জাদ হোসেন। এই সেমিনারের মূল উদ্দেশ্য মহিলা কৃষাণীদের বাজার চাহিদা, বাজার তথ্য ব্যবস্থা, বিভিন্ন ফসলের অতিরিক্ত (প্রিমিয়াম) বিক্রয়ের উপযুক্ত সময়, ফসল কর্তন পরবর্তী ব্যবস্থাপনা, পণ্যেও মান নিশ্চিতকরণ বিষয়ে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করা। সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফএমডি (এভিপিআই) মো. জহিরুল ইসলাম।