কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে এজহারভুক্ত দু আসামিকে গ্রেফতার করেছে। গত রোববার দিনগত রাত ৩টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদুর রহমান ও এএসআই শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে নিজ নিজ বাড়িতে থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের দুছেলে আবু তাহের (৬০) ও মো. রমজান (৪০)। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃত দু ভাই নিয়মিত মামলার এজহারভুক্ত আসামি। গতকাল সোমবার সকালে তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।