আলমডাঙ্গার জামজামি গ্রামে কৃষক মাঠ স্কুলের মাঠদিবস অনুষ্ঠিত

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি গ্রামের উত্তরপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কৃষি সম্পসারণ অধিদফতরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক মো. মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হট্টিকালচার কর্মকর্তা (বারাদি) একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জামজামি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত্য কুমার পাল, আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন, আ.লীগ নেতা রিপন শাহ, তৈয়ব আলী শাহ, ইউপি মেম্বর শুকুর আলী, আসমান আলী, লিয়াকত হোসেন প্রমুখ।
৩৪ দিনব্যাপী স্কুলমাঠ দিবসে ৩৫ কৃষানী, ১৫ কৃষককে প্রশিক্ষণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের এফএমএফ মুনছুর আলী ও আহম্মদ আলী।