দামুড়হুদার রামনগরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার রামনগরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের ৩ সন্তানের জনক টোকনের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে ওই গৃহবধূকে মাঠে একা পেয়ে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ওই গৃহবধূর স্বামী।
গ্রামবাসীসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা জুড়ানপুর ইউনিয়নের রামনগর ক্লাবপাড়ার কিবরিয়া হেসেনের ছেলে ৩ সন্তানের জনক টোকন শেড়াতলার মাঠে ক্ষেতের ফসল খাওয়ার অভিযোগে একটি ছাগল বেঁধে রাখে। নতুনপাড়ার এক নারী ছাগল আনতে গেলে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারীর চিৎকারে মাঠে লোকজন ছুটে এসে টোকনকে ধরে গণধোলাই দেয়।