কুড়–লগাছি প্রতিনিধি: শরিকানা জমির ধান কাটাকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের লোকজনের হামলায় ফুফাতো ৩ ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ২টার দিকে দামুড়হুদার চ-িপুর গ্রামে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, দামুড়হুদা কুড়–লগাছির চ-িপুর গ্রামের নুর মোহাম্মদ ও নুর ইসলামের বুধইখালী মাঠের ১৭ কাটা জমির চলতি মরসুমে ধান কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি প্রায় ৪০ বছর চাষ করে আসছেন নুর মোহাম্মদ। গত বছর থেকে ওই জমি দাবি করে নুর ইসলাম চুয়াডাঙ্গা কোর্টে মামলা করেন। জমি দখল নিয়ে শুরু করেন চাষাবাদ। গত শনিবার রাতে কে বা কারা জমির ধান কেটে নিয়ে যায়। কিন্তু নুর ইসলাম তার প্রতিপক্ষ নুর মোহাম্মদের ওপর দোষ দিলে এক পর্যায়ে বাগবিত-া শেষে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের ৫জন আহত হন। আহতরা হলেন চ-িপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৫০), শরিফুল ইসলাম (৪২) ও সাইফুল ইসলামকে (৩৫) আহত হন। অপরদিকে, নুর ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৪৫), মালেক (৩৫) গুরুতর আহত হন। এর মধ্যে শরিফুল ও মহিদুলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।