আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা দুর্লভপুর গ্রামে প্রেমিক-প্রেমিকাকে গভীর রাতে ধানের মাঠ থেকে ধরে বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৩টার দিকে প্রেমিকার বাড়ির পাশর্^বর্তী ধানের মাঠ থেকে তাদেরকে প্রতিবেশীরা ধরে পরিবারের নিকট সংবাদ দেয়। পরে পরিবারের লোকজন বাড়ি নিয়ে এসে গ্রামের মসজিদের ইমাম দিয়ে ফজরের নামাজের সময় বিয়ে পড়িয়েছে।
জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মন্ডলপাড়ার চান আলীর ছেলে এসএসসি ফলপ্রার্থী। সে একই গ্রামের মাঠপাড়ার সোহরাবের মেয়ে এসএসসি ফলপ্রার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার রাত ৩টার দিকে তারা দুজন পাশর্^বর্তী ধানের মাঠে গল্প করতে যায়। এসময় প্রতিবেশী কয়েকটি যুবক তাদেরকে হাতেনাতে ধরে দুজনের পরিবারের নিকট সংবাদ দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাদেরকে মেয়ের বাড়ি নিয়ে গ্রামের মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়ায়। এ বিষয়ে প্রেমিকার বাবা সোহরাবের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি বলেন, ছেলে-মেয়েরা বাড়ির পেছনে গল্প করছিলো। আমরা জানতে পেরে ছেলের পরিবারের লোকজনকে সংবাদ দিয়ে ডেকে আনার পর দু পরিবারের সম্মতিক্রমে গ্রামের মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়ানো হয়েছে।