খালেদা জিয়াকে মুক্ত করতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্মআহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু। তিনি গতকাল শনিবার উপজেলার জুড়ানপুর, নতিপোতা, নাটুদহ ও দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এদেশে কোনো পাতানো নির্বাচন হতে দেয়া যাবে না। তাকে মুক্ত করতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তার মুক্তির জন্য যে কোনো সময় ডাক আসবে। এ জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করা হবে। আগামী জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ মার্কায় ভোট দেয়ারও আহবান জানান তিনি।
গণসংযোগকালীন তার সফরসঙ্গী ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, বর্তমান সভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উথলী ইউপি চেয়ারম্যান জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিক, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আ. রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল হক বিপ্লব, কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা আমির মাস্টার, ওহিদুজ্জামান, নজরুল মেম্বার, আসলাম, জুলমত মেম্বার, উপজেলা যুবদল নেতা মাহবুবুর রহমান বাচ্চু, আনিছুজ্জামান আনিছ, প্রভাষক আবুল হাশেম, একরামুল মেম্বার, সামসুল, সেলিম, কলম, জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, ইমদাদ মেম্বার, মিলন, ইমান আলী, রবি, আনারুল প্রমুখ।