মালোসিয়া থেকে লাশ হয়ে ফিরলেন আলমডাঙ্গা বগাদীর সজিব

আসমানখালী প্রতিনিধি: মালয়েশিয়ায় বিল্ডিংয়ের কাজ করা সময় পাইপ মাথায় পড়ে নিহত আলমডাঙ্গা বগাদী গ্রামের সেন্টুর লাশ দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার নিহত সজিবের লাশ গ্রামের বাড়িতে পৌঁছুলে গতকাল শনিবার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
পরিবারিক ও প্রবাসীবন্ধুদেরসূত্রে জানা গেছে, ভাগ্যের চাকা ঘুরাতে চোখে রঙিন স্বপ্ন নিয়ে মাতৃভূমি ছেড়ে গত তিন বছর আগে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বগাদীর সেন্টু হোসেনের ছেলে সজিব আহমেদ মালয়েশিয়া যান। সেখানে নতুন বিল্ডিংয়ের পাইপ ফিটিংসের কাজ করতেন তিনি। ভালোই চলছিলো তার দিনকাল। বাড়িতেও টাকা পাঠাতো। সাংসারিকভাবে হতে থাকে স্বচ্ছল। এরই মাঝে গত মঙ্গলবার মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বিল্ডিংয়ে পাইপ ফিটিংস করে নামাতে যায়। এ সময় তার মাথার ওপর পাইপ পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে সজিবের লাশ মালয়েশিয়া থেকে ময়নাতদন্ত শেষে আলমডাঙ্গার বগাদী গ্রামে নেয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও ফেলতে থাকে চোখের পানি। গতকাল শনিবার সকাল ৭টার গ্রামের পারিবারিক কবরস্থানে সজিবের লাশ দাফন সম্পন্ন হয়।