মেহেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির আলোচনাসভা

মেহেরপুর অফিস: সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরবের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন প্রশ্ন করছে ভোট হবে কি না, আর ভোট হলে ভোট দিতে পারবে কি না। তিনি আরও বলেন, ভোট হবে কি না এবং ভোটাররা ভোট দিতে পারবে কি না এই অনিয়শ্চতা তো রয়েছেই। এর জন্য আন্দোলনে নামতে হবে। আর এই অনিয়শ্চতা থেকে স্থায়ীভাবে মুক্ত হতে চাইলে জনগণকে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মোস্তফা ইকবাল স্বপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমিটির সদস্য আক্কাস আলী, শহিদুল ইসলাম কানন, আরজ আলী প্রমুখ।