মেহেরপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও ভাবিকে পিটিয়ে জখম

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের কাউছার হোসেন নিজের ভাই ও ভাবিকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুতুবপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন, কুতুবপুর গ্রামের আব্দুল বারির ছেলে কামাল হোসেন (৫০) ও তার স্ত্রী তাসলিমা খাতুন (৪০)।
জানা গেছে, পারিবারিক কলেহের জের ধরে কুতুবপুর গ্রামের আব্দুল বারির মেজ ছেলে কাউছার হোসেন ও তার ছেলে মকুল হোসেন মিলে বড় ভাই কামাল হোসেন ও তার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বতর্মানে তারা চিকিৎসাধীন রয়েছেন।