মেহেরপুর অফিস: ফেসবুক ভিত্তিক মেহেরপুরবাসীর সংগঠন ‘মেহেরপুর আড্ডা’র উদ্যোগে মেহেরপুরে ‘উন্মুক্ত পাঠগৃহ’ নামের একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌর গড় সংলগ্ন সরকারি মহিলা কলেজের পশ্চিম পাশে ‘মেহেরপুর আড্ডা’র উদ্যোগে ‘উন্মুক্ত পাঠগৃহ’ পাঠাগারের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। উদ্বোধন শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। ‘উন্মুক্ত পাঠগৃহ’ পাঠাগারের সভাপতি মুস্তাকুর রহমান তুষারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্বাচিপের জেলা শাখার সভাপতি ডা. এমএ বাশার, জাতীয় সাহিত্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রহুল কুদ্দুস টিটো, উন্মুক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক মানিক হোসেন প্রমুখ।