সকল ষড়যন্ত্র নাস্যাত করে এক কাতারে দাঁড়াতে হবে
জীবননগর ব্যুরো: গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার ধোপাখালী ব্যাপারীপাড়ায় মহিলা সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক বলেছেন, যে সকল নেতা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করে দিয়ে দুর্নীতি ও দখলবাজের রাজত্ব কায়েম করেছে তারা অচিরেই আস্তাকুড়েই নিক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত নিরবচ্ছিন্নভাবে কাজ করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কিছু নেতা সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আগামীতে আপনারা ঐক্যবদ্ধভাবে এ সমস্ত কুচক্রী ভুঁইফোড় নেতাদের সকল ষড়যন্ত্র নস্যাত করতে আওয়ামী লীগের কর্মী বাহিনীকে এক কাতারে দাঁড়াতে হবে। তিনি আগামী নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ব আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা গোলাম এহিয়া খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজা মিয়া। সমাবেশে উপজেলা যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, দরবেশ আলী, জামাল উদ্দীন, জোহা, শাহীন, আওয়ামী লীগ নেতা রুনু মিয়া, কোরবান আলী, তহি বিশ্বাস ও প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।