জীবননগরে প্রবীণদের বার্ষিক মিলনমেলায় এমপি হাজী আলী আজগার টগর

প্রবীণদের লুব্ধ জ্ঞান উন্নয়নের কাজে লাগাতে হবে
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বার্ষিক বনভোজন ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, আজ যারা তরুণ ও যুবা তারাও একদিন প্রবীণ হবে। আজ যদি আপনারা প্রবীণদের সমাজ ও পরিবারের বোঝা ভেবে ফেলে দেন, তবে আপনার পরবর্তী প্রজন্ম হয়তো আপনাকে ফেলে দেবে। প্রবীণদের বোঝা না ভেবে তাদের লুব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়ন ঘটাতে হবে। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ায় অবস্থিত ফরমান ম-লের বাগানবাড়িতে আয়োজিত প্রবীণদের মিলনমেলা ও বনভোজনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বাঁকা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, জেলা পরিষদ সদস্য মোসাবুল হক লিটন ও সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। এর পূর্বে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছুলে ফরমান ম-ল বাগানবাড়ির ব্যবস্থাপনা পরিচালক বদর উদ্দিন বাদল তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।