কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা ও সহকারী তথ্য অফিসার মো. ইমাম মেহেদী হাসান। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত করণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিং করেন। উল্লেখযোগ্য সংবাদকর্মীদের উপস্থিতি এবং আলোচনায় অংশগ্রহণ ও জেলা তথ্য অফিসারের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানস্থল সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।