আলমডাঙ্গার পারদূর্গাপুর বাজারে কর্মীসমাবেশে আসাদুল হক বিশ্বাস

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার কুমারী ও জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং পারদূর্গাপুর বাজারে কর্মীসমাবেশ করেন। কর্মীসমাবেশে তিনি বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে সোনার বাংলা তৈরিতে মনোযোগী ছিলেন তখন সে উন্নয়ন বাধা দিতে না পেরে তাকে সপরিবারে হত্যা করা হয়েছিলো। তার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে দেশ বিরোধীরা। আজ যখন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে তখন বিএনপি-জামায়াতরা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে আবারও বাধা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সকল সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে যাতে তারা উন্নয়নে বাধা সৃষ্টি করতে না পারে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল অপশক্তি প্রতিহত করা সম্ভব। উন্নয়নের গণজোয়ার যদি বজায় রাখতে হয় তবে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বচিত করতে হবে। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মইনুল হোসেন, কুমারী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেহালা ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, জেহালা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি লিটন চৌধুরী, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মইন আহম্মেদ, জেহালা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, বিশিষ্ট আ.লীগ নেতা ওহিদুল হক ইলা, আব্দুস সালাম, বাবলু মিয়া, আয়নাল, রানা, বায়েজিত মেম্বার, ওহিদুল হক, কাতুব আলী, গিয়াস উদ্দিন, সবুজ, খাদিমপুর ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, বিশিষ্ট আ.লীগ নেতা ওহিদুল হক ইলা, আব্দুস সালাম, বাবলু মিয়া, আয়নাল, রানা, বায়েজিত মেম্বার, ওহিদুল হক, কাতুব আলী, গিয়াস উদ্দিন, সবুজ, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, জুয়েল, ইমরান, লাল্টু মিয়া, মিন্টু প্রমুখ।