বেগমপুর প্রতিনিধি: চুয়ডাঙ্গা দর্শনার আকন্দবাড়ীয়ার মাদক ব্যবসায়ী আলেয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে দর্শনা আকন্দবাড়ীয়ার রজনীগন্ধা আবাসন থেকে গ্রেফতার করে বেগমপুর ফাঁড়ির পুলিশ। এ সময় ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়ীয়া জসিম উদ্দীনের স্ত্রী আলেয়া বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমপুর ফাঁড়ির এসআই ইবনে খালিদ স্টালিন দর্শনা আকন্দাবাড়ীয়া গ্রামে অভিযান চালান। এ সময় রজনীগন্ধা আবাসন থেকে আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। একই সাথে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।