চুয়াডাঙ্গা ভুলটিয়ায় বিধবার ঘরে ছমির : জরিমানার টাকা আত্মসাতের গুঞ্জন

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়ায় ছমির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রামের এক নারীর ঘরে ঢোকার অভিযোগে গতকাল মঙ্গলবার সালিসে এ জরিমানা করেন গ্রামের মাতবররা। এদিকে ওই জরিমানার টাকা কতিপয় মাতবর আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া মাঝের পাড়ার মৃত সাহাদত হোসেনের ছেলে ছমির হোসেন দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক বিধবার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। গত রোববার ছমিরের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গভীররাতে ছমির ওই বিধবার ঘরে ঢোকেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ছমিরকে সালিসে ডাকেন। গতকাল মঙ্গলবার তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ওই টাকা সালিসকারীরা আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।