দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শহিদুল নামের অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করেছে। শহিদুলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত রোববার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার বীরেন্দ্র নাথ দত্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা বাগানপাড়ায়। শহিদুলের কাছ থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দেয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। এ ঘটনায় হাবিলদার বীরেন্দ্রনাথ দত্ত বাদি হয়ে ওইদিনই আটককৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।