জীবননগর ব্যুরো: প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহেশপুর উপজেলা হতে জীবননগর উপজেলার হাসাদাহের মতিয়ার ফকিরের আস্তানায় এনে ভন্ড প্রেমিক মিনজুল হক এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণকালে এলাকাবাসী দুজনকে আটক করে হাসাদাহ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করলেও পুলিশ জীবননগর থানার নিয়ে আসার পথে অর্থ বাণিজ্যের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রকাশিত সংবাদে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে প্রভাতী স্টোরের স্বত্বাধিকারী মিনজুল হক দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী কুশাডাঙ্গা গ্রামে। স্কুল ছাত্রীকে প্রেমের মিথ্যা ফাঁদে ফেলে মিনজুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শনিবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহের আলোচিত মতিয়ার ফকিরের আস্তানায় নিয়ে ওঠে। ওইখানে সে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ধর্ষণকালে এলাকাবাসী তাদেরকে আটক করে হাসাদাহ ফাঁড়িতে সোপর্দ করে। হাসাদাহ ফাঁড়ি পুলিশ জীবননগর থানাতে নেয়ার পথে বাঁকায় এক ওয়েলডিঙের দোকানে বসে অর্থ বাণিজ্যের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগে প্রকাশ।
উল্লেখ্য, হাসাদাহ মতিয়ার রহমান সাধুবেশে দীর্ঘদিন ধরে তার আস্তানায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।