আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রেতা খোদেজা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পুলিশ উপস্থিত জনতার সামনে উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ তালিকা করে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, জীবননগরের আন্দুলবাড়িয়া মিরপাড়ার লাল মিয়ার স্ত্রী খোদেজা বেগম (৪০) দীর্ঘদিন যাবৎ রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ তথ্য পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমানের নির্দেশে এসআই ওলিয়ার রহমান সঙ্গীয় র্ফোসসহ গত শনিবার বেলা আড়াইটার দিকে তার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি করাকালে ছাপড়াঘরের বাক্সের পাশে বস্তা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী খোদেজা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়। এ মাদক উদ্ধারে এসআই ওয়ালিয়ার রহমান বাদী হয়ে জীবননগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করেছেন।