স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম। সভায় বক্তাগণ বলেন বাল্যবিয়ে জেলার জন্য অভিশাপ। বাল্যবিয়ে এ জেলায় শুন্যের কোঠায় আনা হবে। এ জন্য কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে কন্যাপক্ষ সনদপত্র দেখালে সাথে সাথে অনলাইনের মাধ্যমে পরীক্ষা করে নিতে হবে এবং সনদপত্র জাল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তাগণ আরও বলেন মহামান্য হাইকোর্টের রুলিং এসেছে কোথাও বাল্যবিয়ে হলে সেই এলাকার জনপ্রতিনিধিরা দায়ী থাকবেন। বাল্যবিয়ে সংগঠিত করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইভটিজিং বন্ধে বিদ্যালয়সমুহের সামনে সিসি ক্যামেরা লাগানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক শহরের মধ্যে নছিমন করিমন ও আলমসাধু চলাচল বন্ধ করা হবে। এছাড়া শহরের যানজট নিরসনে মালমাল পরিবহনের কোনো অবৈধযান শহরের মধ্যে চলাচল বন্ধ করা হবে। রেলগেটের যানজট কমানোর জন্য রেলগেটের নিকট ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল ও অটোরিক্সা চলাচল করার জন্য রাস্তাটি উপযোগী করে তোলার জন্য চুয়াডাঙ্গা পৌরসভাকে অনুরোধ জানানো হয়। এখনও পর্যন্ত অনেক ইটভাটার মাটি রাস্তার নিকট রাখছে। রাস্তার পাশে মাটি রাখা বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানানো হয়। অবৈধ ক্লিনিকগুলো বন্ধে সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়। মোটরসাইকেল ও মোটরযান চেকিংয়ে পুলিশ প্রশাসনের অনেক দুর্নাম হচ্ছে। ট্রাফিক পুলিশের কাজে স্বচ্ছতা বাড়ানোর জন্য মোটরযান চেকিং স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।