গাংনী প্রতিনিধি: ‘আমার পণ্য আমার দেশ, গড়বো বাংলাদেশ’ এই স্লোগানে মেহেরপুর গাংনীতে ‘মিনিস্টার মাইওয়ান’ শো-রুমের পথচলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী কুষ্টিয়া সড়কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন চিত্র নায়ক ফেরদৌস।
মিনিস্টার মাইওয়ান ব্রান্ড এমবাসেডর এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসকে এক নজর দেখার জন্য বিকেল ৪টা থেকে শো-রুমের সামনে জড়ো হন হাজারও নারী-পুরুষ। বিশেষ করে তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড় পড়ে। পৌঁনে ৬টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান ফেরদৌস। এসময় ফুল ও করতালি দিয়ে তাকে অভিবাদন জানান দর্শকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শো-রুম সত্ত্বাধিকারী আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে ভক্ত-দর্শকদের উদ্দেশে বক্তৃতা করেন নায়ক ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, গাংনী বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু। আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান এরিয়া ম্যানেজার মাসুদ, গাংনী শো-রুম ম্যানেজার মুক্তার আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস বলেন, ইলেকট্রনিক জগতে দেশীয় কোম্পানি দেশ ছাপিয়ে বিশ^বাজারে সুনাম অর্জন করেছে। মিনিস্টার মাইওয়ান স্বল্প মূল্যে মানুষের দৌড়গোড়ায় প্রয়োজনীয় পণ্যে পৌঁছে দিচ্ছে। মানসম্মত দেশীয় পণ্য তাই গর্বের সাথে ব্যবহার করছি আমরা। মিনিস্টার মাইওয়ান পণ্য ব্যবহার করে গৌরবোজ্জ্বল পথচলায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।