আলমডাঙ্গার জামজামি বাজারে সিও সামাজিক সংস্থার ব্রাঞ্চের শুভ উদ্বোধন

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে আনুষ্ঠানকিভাবে সওি সামাজকি সংস্থার জামজামি ব্রাঞ্চরে শুভ উদ্বোধন করা হয়ছে।ে গতকাল রোববার বলো সাড়ে ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতত্বি করনে সওি জোনাল ম্যানজোর আতয়িার রহমান। প্রধান অতথিি ছলিনে জামজামি ইউনয়িন আ.লীগরে সাধারণ সম্পাদক রাহাব উদ্দনি। বশিষে অতথিি ছলিনে ইবরি মনোহরদয়িা ইউপরি সাবকে চয়োরম্যান সোহরাব হোসনে পান্না, জামজামি পুলশি ফাঁড়রি ইনর্চাজ এসআই অচন্ত্যি পাল, জামজামি বাজার বণকি সমতিরি সভাপতি নূরুল ইসলাম, আ.লীগ নতো রপিন শাহ, বণকি সমতিরি সাধারণ সম্পাদক আবু তাহরে।
সওি জামজামি বাজার ব্রাঞ্চ ম্যানজোর শ্রী রমশে চন্দ্র বশ্বিাসরে উপস্থাপনায় বক্তব্য রাখনে সওি আঞ্চলকি ব্যবস্থাপক বজলুর রশদি, আলতাফ হোসাইন, ওরাদ আলী, ডা. আকবার আলী, বশরি মোল্লা, যুবলীগ নতো রবউিল ইসলাম, জাহদি হোসনে প্রমুখ।