সড়কের ধারে হোটেল-রেস্তরায় উচ্ছিষ্ট : পথচারীদের চলাচল দায়

জীবননগর ব্যুরো: জীবননগর-দত্তনগর সড়কের ধারে খালের পাশে ফেলা হচ্ছে হোটেল-রেস্তরার দইয়ের হাঁড়িসহ উচ্ছিষ্ট। এসব পঁচে বিকট দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। ফলে ওই স্থান দিয়ে চলাচলে দায় হয়ে পড়েছে পথচারীদের। নাকে রুমাল কিংবা হাত চেপে চলতে ওই স্থান পার হতে হচ্ছে। পথচারীদের দাবি এ জনদুর্ভোগ লাঘবে প্রশাসন অচিরেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
জীবননগর-দত্তনগর সড়কের খালের বাম পাশে দীর্ঘদিন ধরে শহরের হোটেল ও রেস্তোরার মালিকেরা দইয়ের হাঁড়িসহ উচ্ছিষ্ট ফেলে থাকেন। নিয়মিত এসব ফেলায় তা পঁচে বিকট দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকালে মানুষ প্রাতঃভ্রমণসহ পথচারীদের ওই স্থান দিয়ে যাতায়াত করতে গিয়ে বিকট এ দুর্গন্ধের মুখোমুখি হতে হচ্ছে। দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে রুমাল কিংবা হাত দিয়ে চেপে ধরে ওই স্থান ত্যাগ করতে হচ্ছে। এ অবস্থায় দাবী উঠেছে প্রকাশ্যে রাস্তার পাশে এভাবে দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট ফেলে যারা যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের।