দামুড়হুদা কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় শরীকি জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা কার্পাসডাঙ্গা মাঝের পাড়ার মৃত কদম আলীর ছেলে জালাল উদ্দীন (৫৬) ও তার দুছেলে মহিউদ্দীন মিন্টু (৩৫) ও নাসির উদ্দীন (৩২) এবং অপরপক্ষের একই এলাকার মৃত কদম আলীর ছেলে আব্দুল গনি (৫০) ও তার ছোট ভাই আব্দুল হাকিম (৪৭)। গতকাল শনিবার সকালে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় উভয় পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, তাদের শরিকানা জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই একপর্যায়ে গতকাল সকাল ১০টার দিকে বিরোধপূর্ন ওই জমিতে অবস্থান করছিলো জালাল উদ্দীন তার দুই ছেলে মহিউদ্দীন ও নাসির উদ্দীনসহ তাদের লোকজন। পরে অপরপক্ষের আব্দুল গনি ও তার ছোট ভাই আব্দুল হাকিম অবস্থান নিলে উভয়পক্ষের শুরু হয় বাকবিতন্ডা। এরই একপর্যায়ে উভয়পক্ষ ধারালো অস্ত্র হেসো, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত হয় জালাল উদ্দীন ও তার দুই ছেলে মহিউদ্দীন মিন্টু এবং নাসির উদ্দীন। অপরপক্ষের আব্দুল গনি তার ছোট ভাই আব্দিল হাকিমও আহত হন। স্থানীয় লোকজন আগতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Leave a comment