চয়াডাঙ্গার শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক

ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবার প্রদানে এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রঙিন রঙে রাঙানো, উপকরন বিতরণ ও মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ ফিতে কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং রঙিন কারুকাজে ভরা স্কুলটি ঘুরে দেখেন।
উদ্বোধনকালে তিনি বলেন, আজ থেকে ২৫-৩০ বছর আগে এলাকাতে বিদ্যালয়ের সংখ্যা কম ছিলো। সে সময় বই হাতে, খালি পায়ে ধুলো ও কাদার মধ্যে হেটে হেটে স্কুলে যেতে হতো। ছিলো না কোনো স্কুল ড্রেস। শিক্ষার মান উন্নয়নে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছেন। বছরের প্রথম তারিখে ছাত্রী-ছাত্রীদের হাতে বিনামুল্যে বই তুলে দেয়া হচ্ছে। স্কুল ড্রেস পরে ছেলে-মেয়েরা স্কুলে আসছে। শুধু স্কুলের অবকাঠামো রঙিন করলেই হবে না। রঙিন করে তুলতে হবে শিক্ষার্থীদের মননকে। ছাত্র-ছাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের স্কুলে আসতে আগ্রহ সৃষ্টি হয়। স্কুলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বাল্যবিয়ে, মাদকদ্রব্য সেবন, ইভটিজিংয়ের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। তাহলে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এবং বড় হয়ে একজন দেশপ্রেম নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ সময় তিনি আরও বলেন, গ্রামের স্কুলে সাধারণ গরীব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া করে। দুপুরে কিছু না খেলে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ হারিয়ে যায়। ছেলেমেয়েদের স্কুলগামী করা ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য দুপুরে খাবারের প্রয়োজন। দুপুর বেলা ছাত্র-ছাত্রীদের খাবার প্রদানের জন্য এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বাল্যবিয়েকে না বলার জন্য গ্রামবাসীকে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার ১১জন বন্ধুদের এলাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদের বন্ধু ঢাকা জেলা জজ মো. হাসান, চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী মো. ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন। শঙ্করচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন। আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, বেগমপুর ইউপি সচিব মাসুদ হোসেন, আলুকদিয়া ইউপি সচিব হাফিজুর রহমান, কুতুবপুর ইউপি সচিব মোশারফ হোসেন। শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।