স্টাফ রিপোর্টার: দলিল জালিয়াতি মামলায় আলমডাঙ্গার হাড়গাড়ির আয়ুব আলীকে (৫৫) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা আমলী আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
মামলা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হারদীর হাড়গাড়ির মৃত জোয়াদ আলী ম-লের ছেলে আয়ুব আলী দলিল জালিয়াতি করে একই গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে মোহাম্মদ কোরাইশীর জমি দখলের চেষ্টা করেন। গত বছরের ৭ আগস্ট মোহাম্মদ কোরাইশী বাদী হয়ে আয়ুব আলীসহ ৩ জনকে আসামি করে আলমডাঙ্গা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত ভার পড়ে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের ওপর। তদন্তে আয়ুব আলীর নামে ওই জমির দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা আমলী আদালতে হাজির হয়ে ওই মামলায় আয়ুব আলীসহ অন্য দুজন জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক মোস্তাফিজুর রহমান অন্য দুজনের জামিন মঞ্জুর করেন এবং আয়ুব আলীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- আলমডাঙ্গা হারদীর মৃত মহসীন আলীর ছেলে দলিল লেখক হাবিবুল্লাহ বিশ্বাস ও শ্রীরামপুরের আব্দুল জলিলের ছেলে শনাক্তকারী নাসির উদ্দিন।