চুয়াডাঙ্গার বেগমপুরে শিক্ষক ছাত্রীকে নিয়ে লাপাত্তা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর বেগমপুর কোলনীপাড়া বাজারে অবস্থিত বেগমপুর কিন্ডারগার্ডেন অ্যান্ড কোচিং সেন্টারের শিক্ষক শাকিল আহম্মেদ জনৈক ছাত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোলনীপাড়া বাজারে শিক্ষার মানোন্নয়ন গড়ে উঠেছে বেগমপুর কিন্ডারগার্ডেন অ্যান্ড কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। যেখানে ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর জন্য শিক্ষক হিসেবে দায়িত্ব পান একই ইউনিয়নের ঝাঝরি গ্রামের মক্কেল আলীর ছেলে শাকিল আহম্মেদ। শাকিল কিন্ডারগার্ডেনের ছোট ছোট ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানোর পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েদেরও প্রতিষ্ঠানের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। গতপরশু বুধবার প্রাইভেট পড়ানো জনৈক এক ছাত্রীকে নিয়ে তিনি অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন। শিক্ষক ছাত্রীকে নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় এলাকাই বইছে আলোচনা সমালোচনার ঝড়। এদিকে মেয়েকে ফিরে পাওয়ার জন্য পরিবারের লোকজন তাদেরকে হন্যে হয়ে খুঁজছে। এ ব্যাপারে ওই কিন্ডারগার্ডেনের প্রিন্সিপাল সেলিম রেজা বলেন, শাকিল আমার প্রতিষ্ঠানের শিক্ষক না। তবে সে আমার প্রতিষ্ঠানের একটি কক্ষ ভাড়া নিয়ে প্রাইভেট পড়ায়।