স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শাহীনুর বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুরের আরিফুল ইসলামের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতপরশু বুধবার রাতে শাহীনুর বেগমের ডায়রিয়ায় আক্রান্ত হন। গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার আধাঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে শাহীনুর বেগমের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, শাহীনুর বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও মূলত তার ছিলো হার্টের সমস্যা। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।