হ্যান্ডবলে আফগানিস্তানকে উড়িয়ে নেপালের কাছে বাংলাদেশের হার

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। একইদিনে খেলা দ্বিতীয় ম্যাচে লড়াই করে নেপালের কাছে হেরেছে মেয়েরা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের লক্ষ্ণৌতে হওয়া এই প্রতিযোগিতায় ৩৫-৯ গোলে আফগানিস্তানকে হারায় মেয়েরা। বাংলাদেশের সুমি সর্বোচ্চ ৯টি গোল করেন। এছাড়া রুবিনা ৮টি, ডালিয়া ৪টি, শিরিনা, আল্পনা ও শিল্পী ৩টি করে গোল করেন।

গতকাল সোমবার দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে ১২-৬ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত নেপালের কাছে ২৬-১৭ ব্যবধানে হারে।