দামুড়হুদায় ২য় দফায় কালবোশেখি ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপকক্ষতি
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২য় দফায় আগাম কালবোশেখি ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে ভেঙে পড়েছে গাছপালা। নাপিতখালী গ্রামে প্রতিবেশীর ঘরের চাল উড়ে এসে মাথায় পড়ে মৌমিতা নামের ৫ম শ্রেণির একছাত্রী রক্তাক্ত জখম হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী মৌমিতা মতিয়ার রহমানের মেয়ে এবং নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তার মাথায় ও থুতনিতে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে।
জানা গেছে, গত রোববার রাত ৯টার দিকে আকস্মিক কালবোশেখি ঝড় শুরু হয়। এ সময় নাপিতখালী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী মৌমিতা ঘরের জানালা দেয়ার জন্য ঘর থেকে বাইরে হয়। বাইরে বের হওয়ার পরপরই প্রতিবেশী মেজচাচার বসতঘরের চাল উড়ে এসে তার মাথায় পড়ে। এ সময় সে উড়ে আসা চালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। দামুড়হুদা উপজেলা পরিষদের মধ্যে গাছপালা ভেঙ্গে এসএস পাইপের তৈরী রেলিং ভেঙে তছনছ হয়ে গেছে। এ ছাড়া মাঠে থাকা ভুট্টা, পানবরজ, আমের মুকুলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, গত ৩০ মার্চ বিকেলে কালবোশেখি দমকা ঝড়ে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের দুটি শ্রেণি কক্ষের টিনসেড উঠে যায়। ভেঙে যায় বিদ্যালয়ের সীমানা পাঁচিল। আহত হন বিদ্যালয়ের নৈশ প্রহরী জমির উদ্দীন। লোকনাথপুর মাঝেরপাড়া জামে মসজিদের মিনার থেকে মাইক পড়ে বিনষ্ট হওয়ারও ঘটনা ঘটে।