দর্শনা অফিস: চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি দল দর্শনায় অভিযান চালিয়েছে। এ অভিযানে ২২জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল করা হয়েছে আটক। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই মাহবুবুর রহমান ও আহসান হাবীবের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক অভিযান পরিচালিত হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে রেজিস্ট্রেশন বিহীন ২২টি মোটরসাইকেল আটক করা হয়। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর কারণে ২২জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে পৃথক ২২টি মামলা। আটককৃত মোটরসাইকেল ট্রাক ভর্তি করে নেয়া হয়েছে পুলিশ লাইনে। প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।