স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের ম্যাচে চুয়াডাঙ্গা শেখ মনি ক্লাব তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে ৬ রানে হারিয়েছে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিকে। বৃষ্টি বিঘিœত ম্যাচে কাটেল ওভারে ম্যাচ নির্ধারণ করা হয় ১৫ ওভারে। টস জিতে শেখ মনি প্রথমে ব্যাটিং করে ৮১ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট ৭৬ রান সংগ্রহ করে।
দিনের অপর খেলায় মদিনা স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছে ইলেভেন স্টার ক্লাবকে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইলেভেন স্টার ক্লাব ৯৩ রান সংগ্রহ করে! জবাবে মদিনা স্পোর্টিং ক্লাব ৭ উইকেট হাতে রেখে জয়লাভ করে। পর পর দুই ম্যাচে জয়লাভ করায় মদিনা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মমিন খান সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।
আজ একই মাঠে দিনের প্রথম নুরনগর তরুণ সংঘ খেলবে সুর্যদয় স্পোর্টিং ক্লাব এবং দিনের দ্বিতীয় খেলায় দলিয়ারপুর একাদশ খেলবে ক্লাসিক একাদশের বিরুদ্ধে।