মাথাভাঙ্গা মনিটর: ২৪ ঘণ্টার মধ্যেই চীনের স্পেস ল্যাব পৃথিবীতে আছড়ে পড়তে পারে। সেই হিসেবে আজ সোমবার আগুনের গোলা হয়ে পৃথিবীর মাটিতে পড়বে নিয়ন্ত্রণহীন ল্যাব। ঘন্টায় ২৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে ল্যাবটি।
স্পেস ল্যাবের ওপর পৃথিবীর কোনো প্রান্তের কোনো গ্রাউন্ড স্টেশনেরই নিয়ন্ত্রণ নেই। তাই ৮ টন ওজনের বেলাগাম চীনা মহাকাশ গবেষণা কেন্দ্র ‘তিয়াংগন-১’ পৃথিবীর বায়ুমণ্ডলে কখন ঢুকে পড়বে নিশ্চিতভাবে তা কারো পক্ষেই বলা সম্ভব নয়। এর বিভিন্ন অংশও বিভিন্ন স্থানে পড়তে পারে বলে পর্যবেক্ষণে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন। চীনের মহাকাশা গবেষণা কেন্দ্র জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ল্যাবটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সিও (ইএসএ বা ‘এসা) এই ধারণা করেছিলো। এজেন্সির পক্ষে শেষ জানানো হয়েছিল, ওই অকেজো স্পেস ল্যাবটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে ৩১ মার্চ। কিন্তু সেই সময় পার হয়ে গেছে। গতকাল রবিবার ‘এসা’ জানিয়েছে, আজ সোমবার বিকেলের মধ্যে যে কোনো সময় তা ঢুকে পড়বে পৃথিবীর বায়ুমন্ডলে। এসা জানিয়েছে, আমাদের খুব একটা ভয় নেই। কারণ বায়ুমন্ডলে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গতিবেগে ছুটে আসা স্পেস ল্যাবটির সঙ্গে সংঘর্ষ হবে বায়ুমণ্ডলের। তাতে সেটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যাবে। তা দেখতে লাগবে অনেকটা উল্কাবৃষ্টির মতো। তবে জ্বলেপুড়ে শেষ হয়ে যাওয়া স্পেস ল্যাবের বিভিন্ন অংশ ছিটকে এসে পড়বে ৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৪৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। অর্থাৎ নিউজিল্যান্ড থেকে মধ্য-পশ্চিম আমেরিকার (নর্থ ডাকোটা, কানসাস থেকে মিসৌরি, মিশিগান, ওহাইওর মতো ১০টি স্টেট) মধ্যে যে কোনো জায়গায় আছড়ে পড়বে।